২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা দ্বিতীয় পত্র
তৃতীয় অধ্যায় : পরিচ্ছেদ-১১: শব্দের শ্রেণিবিভাগ- আমজাদ হোসেন (পলাশ), সহকারী শিক্ষক (বাংলা), মাস্টার ট্রেইনার, ফরিদপুর উচ্চবিদ্যালয়, ফরিদপুর
- ৩০ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ‘তৃতীয় অধ্যায় : পরিচ্ছেদ-১১: শব্দের শ্রেণিবিভাগ’ থেকে আরো ৯টি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১১। ‘জলধি’ অর্থ অনুসারে কোন প্রকারের শব্দ?
ক) যৌগিক শব্দ
খ) সাধিত শব্দ
গ) রূঢ়ি শব্দ
ঘ) যোগরূঢ় শব্দ
১২। যোগরূঢ় শব্দ সাধারণত কোন প্রক্রিয়ায় সাধিত হয়?
ক) প্রত্যয়
খ) সন্ধি
গ) সমাস
ঘ) উপসর্গ
১৩। ‘হস্তী’ অর্থ অনুসারে কোন প্রকারের শব্দ?
ক) যৌগিক শব্দ
খ) সাধিত শব্দ
গ) রূঢ়ি শব্দ
ঘ) যোগরূঢ় শব্দ
১৪। ‘বাবুয়ানা’ অর্থ অনুসারে কোন প্রকারের শব্দ?
ক) যৌগিক শব্দ
খ) সাধিত শব্দ
গ) রূঢ়ি শব্দ
ঘ) যোগরূঢ় শব্দ
১৫। ‘জাতি বিশেষ’ অর্থ প্রকাশ করে কোনটি?
ক) সন্দেশ
খ) রাজপুত
গ) দৌহিত্র
ঘ) জলধি
১৬। যেসব প্রত্যয়/উপসর্গ সাধিত শব্দ উৎপত্তিগত অর্থে ব্যবহৃত না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়, তাকে বলে-
ক) যৌগিক শব্দ
খ) সাধিত শব্দ
গ) রূঢ়ি শব্দ
ঘ) যোগরূঢ় শব্দ
১৭। নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
ক) কর্তব্য
খ) সন্দেশ
গ) চিকামারা
ঘ) মহাযাত্রা
১৮। ‘সন্দেশ’-এর রূঢ়ি অর্থ কোনটি?
ক) সংবাদ
খ) মিষ্টান্ন বিশেষ
গ) বিশেষ দেশ
ঘ) পরসমাচার
১৯। গঠন অনুসারে শব্দের প্রকারভেদ কোনগুলো?
ক) রূঢ়, রূঢ়ি
খ) তৎসম, অর্ধতৎসম
গ) দেশি, বিদেশি
ঘ) মৌলিক, সাধিত
উত্তর : ১১.ঘ, ১২. গ, ১৩.গ, ১৪. ক, ১৫.খ, ১৬. গ, ১৭. ঘ, ১৮.খ, ১৯. ঘ।